আমরা তো গোটা দেশজুড়েই প্রচার করছি। কোথাও কোনও হিংসা নেই। সব হিংসা
কেন বাংলাতেই হয়? আমাদের 80 জন কর্মী মারা গিয়েছেন পশ্চিমবঙ্গে। মমতাজি
জবাব দিন।” শুক্রবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের দিকে এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপির সর্বভারতীয়
সভাপতি অমিত শাহ। মুখ্যমন্ত্রীর দিকে আক্রমণের সুর চড়িয়ে তিনি বলেন,
“নিজেদের দোষ ঢাকতে আমাদেরকে কলঙ্কিত করছে তৃণমূল।”
গত মঙ্গলবার কলকাতায় অমিত শাহের পদযাত্রায় হিংসার ঘটনা উঠে আসে দিল্লির
সাংবাদিক বৈঠকেও। সাংবাদিকরা শাহের কাছে জানতে চান ওই দিনের ঘটনা। এই
প্রসঙ্গে উত্তর দিতে বলতে গিয়ে অমিত শাহ দিল্লি থেকেই প্রশ্ন ছুঁড়ে দিলেন
মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদিও। 5 বছরে এই প্রথম সাংবাদিক বৈঠক করেন তিনি।
ওদিকে শাহের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চাট্টোপাধ্যায় বলেছেন,
“হিংসা কে ছড়াচ্ছে ? মিথ্যাচার করছেন তো মোদি-শাহ। ওরা নির্বাচন কমিশনকে
ব্যবহার করছে। মিথ্যাচার করা ওঁদের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে।”