রবিবার হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তাদের পদক্ষেপে উদ্বিগ্ন গোটা দুনিয়া। পরমাণু এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির এমন বিস্তারে চিন্তিত ভারতও। তাই বিবৃতি জারি করে পিয়ংইয়ংকে সতর্ক করল বিদেশ মন্ত্রক। তাতে বলা হয়েছে, ‘কোরীয় উপদ্বীপকে পরমাণু বিভীষিকা থেকে মুক্ত করতে আন্তর্জাতিক মহলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ডিপিআরকে (ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া)। একসময় নিজেরাই তাতে অনুমোদন দিয়েছিল। কিন্তু ফের প্রতিশ্রুতি ভঙ্গ করল তারা। যা যথেষ্ট উদ্বেগের। অবিলম্বে এই ধরনের কাজকর্ম বন্ধ করতে হবে। এতে কোরীয় উপদ্বীপ তো বটেই, গোটা বিশ্বের স্থিতাবস্থার ওপর প্রতিকূল প্রভাব পড়বে।’ রবিবার সকালে হাইড্রোজেন বোমা পরীক্ষার কথা ঘোষণা করে উত্তর কোরিয়া। এই নিয়ে ষষ্ঠবার পরমাণু বোমা পরীক্ষা করল তারা। তাদের জাতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, উন্নত প্রযুক্তিতে তৈরি বিধ্বংসী বোমাটি নাকি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ভরে নিক্ষেপ করা সম্ভব। সেখবর চাউর হতেই সমালোচনায় মুখর হয় আন্তর্জাতিক মহল। ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে চীনে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যান্য সদস্য রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রনেতারাও রয়েছেন সেখানে। এমনিতে উত্তর কোরিয়ার সঙ্গে বেশ
ভাব রয়েছে চীনের। আন্তর্জাতিক চোখরাঙানি এড়িয়ে বরাবর পিয়ংইয়ংয়ের সঙ্গে সদ্ভাব রেখে এসেছে তারা। তবে হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘটনায় তারাও চটেছে। তীব্র নিন্দা করে বলেছে, ‘ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করছে কিম জঙ উন প্রশাসন।’ উত্তর কোরিয়াকে ইতিমধ্যেই কড়া কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনা নামিয়ে তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রকল্প ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। তাতে দুশ্চিন্তা বেড়েছে সমগ্র এশিয়ার।