২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ২:৫০

শাসনের ছলে ছাত্রীদের গায়ে হাত না দেওয়ার নির্দেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ১৮, ২০১৯,
  • 280 সংবাদটি পঠিক হয়েছে

শাসনের ছলে ছাত্রীদের গায়ে হাত না দেওয়াসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বাক্স স্থাপনের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। প্রতি সপ্তাহে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে অভিযোগ বাক্স খুলে নামে-বেনামে দেওয়া সব অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে প্রধান শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিশেষ সভায় এই নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানিসহ কুপ্রস্তাব দেওয়ার বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষককে ভর্ৎসনা করেন জেলা প্রশাসক। বর্তমানে ওই শিক্ষক ছাত্রীর দায়েরকৃত মামলায় কারাগারে রয়েছেন।

সভায় তিনি যৌন হয়রানী প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সর্বোচ্চ সতর্ক থাকা, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে ঘন ঘন সভা করাসহ কোচিং সেন্টার ও নোটবুক বন্ধের নির্দেশনা দেন। সভায় জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »