আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ উপলক্ষে ২৪ সদস্যের ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
সেই তালিকায় রয়েছেন ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এছাড়াও তার সঙ্গে যুক্ত হয়েছেন তারই স্বদেশী সঞ্জয় মাঞ্জরেকর।
এনডিটিভি
জানায়, সৌরভ-সঞ্জয় ছাড়াও এ তালিকায় রয়েছেন নাসের হুসেন, ইয়ান বিশপ, কুমার
সঙ্গাকারা, মাইকেল আথারটন, ব্রেন্ডন ম্যাকালাম, গ্রেম স্মিথ ও ওয়াসিম
আক্রামের মতো গ্রেটরা।
লন্ডনের ওভালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।