লোকসভা নির্বাচনের প্রচার শেষেই শিবের ধ্যানে মগ্ন মোদী। ২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারের শেষে ফের বাবা কেদারনাথেরই দ্বারস্থ হলেন মোদি। দু’দিনের সফরে উত্তরাখণ্ড রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার তিনি যান কেদারনাথ মন্দিরে। রবিবার শেষ দফার ভোটের দিনই তাঁর যাওয়ার কথা বদ্রীনাথে। প্রবল তুষারপাতের জন্য দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর গত ৯ মে খোলা হয়েছে কেদারনাথ মন্দিরের দরজা। তখনই তীর্থক্ষেত্রে শিব-দর্শনে যাওয়ার কথা মনোস্থির করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু, প্রচারের কাজে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। এর আগে ২০১৭ সালে বার দুই কেদারনাথ সফরে যান মোদি। গতবছর দিওয়ালিতেও কেদারনাথ দর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।