মাছ খেতে গিয়ে অনেকেরই ভয় মাছের কাঁটায়। তাই বলে কি মাছ খাবেন না। কিন্তু গলায় কাঁটা বিঁধে গেলেইত বিপত্তি। ভাবছেন তো তাহলে উপায়? হ্যাঁ, উপায় তো আছেই। কিন্তু তার আগে বলবো গলায় যেন মাছের কাঁটা নাই বিঁধে সেদিকে খেয়াল রাখতে। খাওয়ার সময় তাড়াহুড়ো করে না খাওয়া। মাছের কাঁটা বেছে তারপর তা খাওয়া। তবে এরইরও যদি এরকম সমস্যার মুখে আপনি বা আপনার পরিবারের কেউ পড়েন, তাহলে জেনে নিন চটজলদি ঠিক কি করবেন। বেশ কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে যেগুলি কাজে লাগিয়ে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক সেই সব ঘরোয়া উপায়গুলির সম্পর্কে আর নির্ভয়ে যত খুশি খান মাছ।