৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:২৬

চলে গেলেন মুক্তিযোদ্ধা ও অভিনেত্রী মায়া ঘোষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মে ১৯, ২০১৯,
  • 295 সংবাদটি পঠিক হয়েছে

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ। আজ রবিবার সকাল আটটা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে দীপক ঘোষ জানান, যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী।

দীপক ঘোষ জানান, ২০০০ সালে তার মায়ের প্রথম ক্যানসার ধরে পড়ে। ২০০১ সালের ফেব্রুয়ারিতে কলকাতার সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতালে চিকিত্সা শুরু হয়। ২০০৯ সালে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর দেখা দেয় নানান রোগ। কিডনি, লিভার ও হাঁটুর সমস্যা প্রকট আকার ধারণ করেন। এসবের চিকিত্সা নিয়মিত চলছিলো। এরমধ্যে ২০১৮ সালের অক্টোবর মাসে আবারো ক্যানসার ধরা পড়ে।

১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর যশোরের মণিরামপুর উপজেলার প্রতাপকাটি গ্রামে জন্মগ্রহণ করেন মায়া ঘোষ। তার বাবার নাম শংকর প্রসাদ গাঙ্গুলি। পরবর্তীতে একই উপজেলার মাছনা-খানপুর গ্রামের দিলীপ ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৮৪ সালে তারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এর আগে ১৯৮১ সালে ‘পাতাল বিজয়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন মায়া ঘোষ। সর্বশেষ ২০১৬ সালে এটিএন বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ডিবি’-তে অভিনয় করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »