লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপ প্রকাশ করছে বিভিন্ন সংবাদমাধ্যম। এতে দেখা যাচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি নের্তৃত্বাধীন এনডিএ জোট। এতে আবারও ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন নরেন্দ্র মোদী। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ২৩শে মে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত সমন্বিত বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে মোট ভোট হওয়া ৫৪২টি আসনের মধ্যে ৩০৬টিতে জয় পাবে গেরুয়া শিবির।আর কংগ্রেস নের্তৃত্বাধীন জোট ইউপিএ পাবে ১৩২টি আসন। মায়াবতী ও অখিলেশ যাদবের মহাজোট পাবে ২০ আসন। সরকার গঠন করতে প্রয়োজন ২৭২টি আসন।
রবিবার ভারতের মোট সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৯টি আসনে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফা। পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন ভোট হয় বিহারের ৮, ঝাড়খণ্ডের ৩, মধ্যপ্রদেশের ৮, পাঞ্জাবের ১৩, পশ্চিমবঙ্গের ৯, চন্ডিগড়ের ১, উত্তর প্রদেশের ১৩ এবং হিমাচল প্রদেশের ৪ আসনে।
বিশ্লেষকরা বলছেন, এই ধাপের ভোট বদলে দিতে পারে ভারতের সরকার গড়ার চিত্র। তবে আগামী ২৩ মে ঘোষণা করা হবে আনুষ্ঠানিক ফলাফল। সেদিনই নিশ্চিতভাবে জানা যাবে আগামী ৫ বছরের জন্য কারা আসছেন ভারতের ক্ষমতায়।