সান্ধ্য জলখাবার খেতে বসেছেন স্বামী | পাশে স্ত্রী | দরজায় শব্দ | পাড়ারই চেনা ছেলে | দেখা করতে এসেছে স্বামীর সঙ্গে | স্ত্রী সবে ভাবছেন সেখান থেকে সরে যাবেন কিনা‚ আচমকা পাড়ার ছেলের হাতের দায়ের কোপে স্বামীর মুণ্ডু ধরাশায়ী |
থরথর কাঁপছেন গ্রাম্য বধূ | ঘাতক যাওয়ার আগে বলে গেলেন‚ মাস্টার দার সঙ্গে বেইমানি করার এটাই উপযুক্ত শাস্তি | ব্রিটিশ পুলিশ কতবার কতভাবে জেরা করেছে ওই সাধারণ আটপৌরে ঘরনিকে | একবার তিনি বলুন স্বামীর ঘাতকের নাম | সেই নাম ফাঁস করেননি নেত্র সেনের বিধবা |
বলেছিলেন‚ তিনি চোখের সামনে স্বামীকে লুটিয়ে পড়তে দেখে মানসিক ভাবে বিধ্বস্ত | বৈধব্যের কষ্টে বিদ্ধ | কিন্তু যে মানসিক যন্ত্রণায় সবথেকে বেশি কষ্ট পাচ্ছেন তা হল এই জেনে যে তাঁর স্বামী নেত্র সেন একজন প্রতারক | যিনি ব্রিটিশ পুলিশের পুরস্কারের লোভে বিশ্বাসঘাতকতা করেছিলেন মাস্টার দার মতো ব্যক্তির সঙ্গে | তাই তাঁকে হত্যা করে ঠিকই করেছেন মাস্টার দার সহযোগী ঐ তরুণ এবং তাঁকে মেরে ফেললেও তিনি ওই বিপ্লবীর নাম বলবেন না |
হয়রানির বেশি আর কিছু নেত্র সেনের স্ত্রীকে করেনি ব্রিটিশ পুলিশ | ততদিনে তাদের উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে | কারাগারে নির্মম অত্যাচার করা হচ্ছে মাস্টার দার উপরে |
ছাপোষা স্কুলমাস্টার ! তাঁর এতো দুঃসাহস | হানা দেয় কিনা ব্রিটিশ অস্ত্রাগারে !
বাবা রমণীরঞ্জন সেনও ছিলেন স্কুলশিক্ষক | ব্রিটিশ বেঙ্গল প্রেসিডেন্সির চট্টগ্রাম জেলায় সংসার | স্ত্রী শীলাবালা দেবীর কোল আলো করে এল সূর্যকুমার | ১৮৯৪-এর ২২ মার্চ | ছেলের নামকরণ যে এত সার্থক হবে ভাবতেও পারেননি রমণীরঞ্জন |
বড় হয়ে গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে ১৯১৬ সালে সূর্য গেলেন বহরম পুরে | বিএ পড়তে ভর্তি হলেন কলেজে | সেখানে এক শিক্ষক তাঁকে যেন নতুন করে পৃথিবীর আলো দেখালেন | দেশকে স্বাধীন করার জন্যই এই জীবন‚ নতুন শিক্ষায় আলোকিত হলেন সূর্যকুমার সেন |
চট্টগ্রামে ফিরে ১৯১৮ সালে নন্দনকানন ন্যাশনাল স্কুলে যোগ দিলেন সূর্য সেন | চট্টগ্রাম শাখার সভাপতিও ছিলেন | গণিতের শিক্ষক মুখে মুখে হয়ে গেলেন মাস্টার দা | যোগ দিলেন কংগ্রেসে | কিন্তু মন বলত অন্য কথা | বলত‚ অহিংস নয়‚ সহিংস পথেই আসবে স্বাধীনতা | অনুশীলন সমিতিতে যোগ দিলেন মাস্টার দা |
মাস্টার দার কথায় বহু তরুণ তরুণী যোগ দিলেন তাঁর গেরিলা বাহিনীতে | গণেশ ঘোষ‚ লোকনাথ বল‚ নরেশ রায়‚ শশাঙ্ক দত্ত‚ অর্ধেন্দু দস্তিদার‚ প্রীতিলতা ওয়েদ্দেদার‚ কল্পনা দত্ত…ছিলেন তাঁর গেরিলা বাহিনীর সদস্য |
ঠিক হল ব্রিটিশ অস্ত্রাগার লুঠ করতে হবে | সেইসঙ্গে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে দেশের বাকি অংশ থেকে | অভিযানের জন্য বেছে নেওয়া হল ১৯৩০-এর ১৮ এপ্রিল | গুড ফ্রাইডে‚ পার্বণের মেজাজে ইউরোপিয়ানরা | ৬৫ জন বিপ্লবী দু ভাগে বিভক্ত হয়ে শুরু করলেন অভিযান |
প্রথমে রেললাইন উপড়ে‚ টেলিগ্রামের খুঁটি ভেঙে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়া হল বাইরের দুনিয়া থেকে | গণেশ ঘোষের নেতৃত্বে বিপ্লবীরা পুলিশের অস্ত্রাগার ঘিরে ফেললেন | লোকনাথ বলের নেতৃত্বে দশ জন বিপ্লবী ঘিরলেন অক্সিলিয়ারি ফোর্সেস আর্মরি |
মাস্টার দার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সর্বাত্মক সফল হয়নি | বিপ্লবীদের বলিদান ছিল‚ কিন্তু রিসোর্স তো স্বল্প | ঠিকমতো বোঝা যায়নি কোথায় রাখা আছে গোলা-বারুদ | অস্ত্র লুণ্ঠন হয়েছিল | কিন্তু গোলাবারুদের হদিশ পাওয়া যায়নি | তবে অভিযানের দিন মাস্টার দা মিলিটারি স্যালুট নিয়েছিলেন বিপ্লবীদের | উত্তোলন করেছিলেন জাতীয় পতাকা |
অভিযানের পরে সূর্য সেন ও বিপ্লবীরা আত্মগোপন করেছিলেন চট্টগ্রামের কাছে জালালাবাদ পাহাড়ে | ২২ এপ্রিল তাঁদের ঘিরে ফেলল ব্রিটিশ বাহিনী | দু পক্ষের রক্তক্ষয়ী লড়াইয়ে মৃত্যু হল ১২ জন বিপ্লবীর |
জালালাবাদ পাহাড় থেকে ছোট ছোট দলে সূর্য সেন বিপ্লবীদের পাঠিয়ে দিলেন বিভিন্ন গ্রামে | আত্মগোপন করে থাকতে | নিজেও পালালেন মাস্টার দা | পরের কয়েক বছরে অনেকে ধরা পড়লেন | অনেকে পুলিশের গুলিতে প্রাণা হারালেন | কিছু কলকাতায় পালাতে পারলেন | কয়েকজন চেষ্টা করলেন ছাত্রভঙ্গ সংগঠন আবার জুড়তে |
মাস্টার দা বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপন করলেন | গোয়ালা‚ চাষি‚ পুরোহিত‚ ধর্ম প্রাণ মুসলিম‚ কী না সেজেছেন তিনি | কতবার ধরা পড়তে পড়তে একটুর জন্য বেঁচে গিয়েছেন |
ব্রিটিশের সঙ্গে তাঁর লুকোচুরি শেষ হল যখন মাস্টার দা সূর্য সেন আশ্রয় নিয়েছিলেন নেত্র সেনের বাড়িতে | নেত্র সেনের কাছ থেকে খবর পেয়ে ১৯৩৩-এর ১৬ ফেব্রুয়ারি ব্রিটিশ পুলিশ সেখান থেকে গ্রেফতার করে বিপ্লবী সূর্য সেনকে | ঘোষিত ১০ হাজার টাকা পুরস্কার পাওয়ার আগেই বিশ্বাসঘাতকতার উচিত শাস্তি পান নেত্র সেন | ঘাতকের নাম কোনওদিন পুলিশের কাছে বলেননি নেত্র সেনের স্ত্রী | তিনি ছিলেন মাস্টার দা সূর্য সেনের পরম ভক্ত |
জেল থেকে সূর্য সেনকে মুক্ত করার পরিকল্পনা করেছিলেন তাঁর সহযোগী বিপ্লবী তারকেশ্বর দস্তিদার | কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায় | পুলিশ গ্রেফতার করে পরিকল্পনাকারীদের |
১৯৩৪-এর ১২ জানুয়ারি চট্টগ্রাম জেলে ফাঁসি হয় মাস্টার দা সূর্য সেনের | বলা ভাল‚ তাঁর অচেতন দেহটাকে টেনে হিঁচড়ে ফাঁসি দেওয়া হয় | তার আগে বন্দি অবস্থায় সূর্য সেনের উপরে অকথ্য অত্যাচার করা হয় | হাতুড়ি মেরে ভেঙে দেওয়া হয়েছিল সব দাঁত | উপড়ে নেওয়া হয়েছিল প্রত্যেকটা নখ | মেরে মেরে চুরমার করে দেওয়া হয়েছিল দেহের সব জয়েন্ট | ফাঁসির পর কোনও শেষকৃত্যও হয়নি | শোনা যায়‚ ধাতব খাঁচায় ভরে ফেলে দেওয়া হয়েছিল বঙ্গোপসাগরে |
১৯৩৪-এর ১২ জানুয়ারি মাস্টার দা সূর্য সেনের সঙ্গে ফাঁসি দেওয়া হয়েছিল আর এক বিপ্লবী তারকেশ্বর দস্তিদারকেও | যদিও বাঙালির কাছে দিনটা এখন শুধুই স্বামী বিবেকানন্দর জন্মদিন |