বরিশালের আগৈলঝাড়ায় প্রেমিকা বেয়াইনকে বিয়ে করতে না পারায় অভিমান করে বেয়াইর বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাকাল গ্রামের নগেন রায়ের ছেলে সুজিত রায়ের বেয়াইন আস্কর গ্রামের সুবাস বৈদ্যর মেয়ে লক্ষ্মী বৈদ্য’র প্রেমের সর্ম্পক চলছিল। সে সুবাধে সুজিতের পরিবার সুবাস বৈদ্যর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তারা বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় সুজিত অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। এসময় স্থানীয় ও পরিবারের লোকজন সুজিতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।