হেলিকপ্টার ভেঙে মৃত সৌদি আরবের এক যুবরাজ। মৃতের নাম মনসুর বিন মকরিন। ঘটনায় মৃত্যু হয়েছে আরও ৭ জন আধিকারিকের। ঘটনাটি ঘটেছে সৌদি আরব ও ইয়েমেনের সীমান্ত এলাকায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, উপকূলে একটি উন্নয়নমূলক প্রকল্প খতিয়ে দেখতে হেলিকপ্টারে করে সফরে বেড়িয়েছিলেন যুবরাজ। সেই হেলিকপ্টারে সৌদি আরবের যুবরাজ তথা আসির প্রদেশের ডেপুটি গভর্নর সহ আরও ৭জন আধিকারিক ছিলেন। হঠাৎই ভেঙে পড়ে সেই হেলিকপ্টার। কি কারণে সেই হেলিকপ্টার ভেঙে পড়ে তাঁর কারন এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত দুদিন আগেই ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী রিয়াধের দিকে আসা একটি মিজাইল আকাশে নষ্ট হয়ে যায়। মিজাইলের কিছু টুকরো বিমানবন্দরে সামনে এসে পড়ে। এইরকম পরিস্থিতিতে ইয়েমেন সীমান্তে যুবরাজের হেলিকপ্টার ভেঙে পড়ায় জল্পনার সৃষ্টি হয়েছে।