৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১:০৪
ব্রেকিং নিউজঃ
আদিবাসী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার “বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের গর্ব ঋতুরাজ ভৌমিক হৃদ্য” রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সিনিয়র সহ সভাপতি হলেন দেশ সম্পাদক সুমন হালদার বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে যাচ্ছে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা আজ ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস । কৃত্বিতে খ্যাতি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মুন্সী আব্দুল মাজেদঃ ঝুমন দাশের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন : এক হিন্দুকে বাদী করতে চেয়েছিলেন শাল্লার ওসি আফগানিস্থানে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলা : নিহত ১৯ টাঙ্গাইলের মধুপুরে হিন্দু যুবককে কুপিয়ে আহত করে জাহেদুল

ডিসেম্বরে মুক্তি পাবে ছবি 1946 Calcutta Killings

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ৭, ২০১৭,
  • 578 সংবাদটি পঠিক হয়েছে

কলকাতা: 1946 Calcutta Killings ছবিটি আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করছেন ছবির পরিচালক মিলন ভৌমিক ৷ ১৯৪৬ সালের দাঙ্গা ও সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকাকে ভিত্তি করে নির্মিত এই ছবিটি তৈরি করতে গিয়ে বার বার বাধার মুখে পড়তে হয়েছে পরিচালককে ৷ আইন আদালতের পাশাপাশি বেশ কিছু কাটছাঁটের পরে অবেশেষে সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দিয়েছে ৷ সোমবার শহরে ওই ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল৷ তবে বিশেষ প্রদর্শনীই যথেষ্ট নয় এই ছবিটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ৷ এজন্য পরিচালক Kolkata24x7 কে জানিয়েছেন, সাধারণ দর্শককে দেখানোর জন্য বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি ডিসেম্বরে মুক্তি পাবে৷

১৯৪৬-এর দাঙ্গা এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকাকে বিষয় করে হিন্দি ও বাংলা দুটি ভাষাতেই ছবিটি তৈরি করেছেন পরিচালক মিলন ভৌমিক। পরিচালকের মতে শ্যামাপ্রসাদের কথা শুধু বাঙালি নয় গোটা ভারতবাসীরই জানা উচিত ৷ তাই তিনি দুটি ভাষাতেই ছবিটি তৈরির পরিকল্পনা নিয়েছিলেন ৷ শ্যামাপ্রসাদের পাশাপাশি এই ছবিতে তুলে ধরা হয়েছে গোপাল পাঁঠা, রাম চাটুজ্জের মতো ব্যক্তিত্বদের কথা৷ কারণ সেই অশান্ত কলকাতা তথা বাংলায় এইসব ব্যক্তিত্বদের ভূমিকা সাধারণ মানুষের জানা উচিত বলেই তাঁর অভিমত ৷ যদিও ৭০-৭১ বছর আগে ঘটে যাওয়া ঘটনা, কিন্তু তা থেকে আজকের মানুষের শিক্ষা নেওয়া উচিত বলে এই ছবিতে বার্তা দেওয়া হচ্ছে৷

ছবিটির প্রেক্ষাপট যে সময়ের তার বেশ কিছু দিন আগেই নেতাজি সুভাষচন্দ্রে বির্তকিত বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে ধরা হয়৷ তবুও ছবিতে বার বার এসে পড়েছে নেতাজির প্রসঙ্গ ৷ তখনও যে বাংলার মানুষ মনে করত নেতাজি ফিরে আসতে পারেন এবং তিনি এলেই দেশের মঙ্গল হবে সেই ধারণা প্রতিফলিত হয়েছে ছবিতে ৷ আসলে বঙ্গজীবনে নেতাজি এমন ভাবে জড়িয়ে রয়েছেন বলেই এমনটা করতে হয়েছে বলে যুক্তি দেখিয়েছেন পরিচালক ৷ তাছাড়া শ্যামাপ্রসাদ না-থাকলে পশ্চিমবঙ্গকে যে ভারত থেকে বিচ্ছিন্ন হতে হতো সেটাই তুলে ধরা হয়েছে ৷

তবে সেন্সর বোর্ডে ধারণা হয়েছিল, এই ছবি মুক্তি পেলে সামাজিক সম্প্রীতি ক্ষুণ্ণ হতে পারে৷ তাছাড়া ছবিতে জিন্নার পাশাপাশি জওহরলাল নেহরুকে খারাপ দেখান হয়েছে এই অজুহাতও তোলা হয় ছবিটি আটকে দেওয়ার জন্য ৷ তখন ছবির ছাড়পত্রে জন্য পরিচালক মামলা করেন৷ শেষমেশ বেশ কিছু কাটছাঁট মেনে নিয়ে অবেশেষে সবুজ সংকেত মিলেছে বলে জানিয়েছেন মিলন ভৌমিক৷

এই ছবিতে শ্যামাপ্রসাদের ভূমিকায় অভিনয় করেছেন এক সময় মহাভারতের টিভি ধারাবাহিকে যুধিষ্ঠিরের চরিত্রে অভিনয় করা গজেন্দ্র চৌহান আর শ্যামাপ্রসাদের মা যোগমায়া দেবীর ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী৷

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »