ছুটিতে অষ্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। শিগগিরই তিনি তাঁর পদত্যাগপত্র ঢাকায় পাঠিয়ে দেবেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।
ষোড়শ সংশোধনীর রায়ে বিচারপতি এস কে সিনহার পর্যবেক্ষন নিয়ে সরকারের সঙ্গে টানাপড়েনের মধ্যে তিনি এক মাসের ছুটি নিয়ে অষ্ট্রেলিয়া যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
এক মাসের ছুটি শেষে তিনি দেশে ফিরে যাবেন কিনা, ফিরে গেলেও তিনি পূণরায় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে পারবেন কি না তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল আছে।
অষ্ট্রেলিয়ায় ছুটিতে থাকা প্রধান বিচারপতির এস কে সিনহার সাথে যোগাযোগ আছে এমন সূত্রগুলো নতুনদেশকে জানান, বিচারপতি সিনহা সরকারকে পদত্যাগ পত্র পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। ছুটি শেষ হওয়ার সাথে সাথেই তার পদত্যাগ কার্যকর করার অনুরোধ জানাবেন তিনি।
সূত্রগুলো জানায়, বিচারপতি সিনহা বাংলাদেশে ফিরে যাবেন কি না সে ব্যাপারেও ভাবনা চিন্তা করছেন। দেশে না গেলে অষ্ট্রেলিয়া কিংবা কানাডায় তিনি স্থায়ীভাবে বসবাস করতে পারেন বলে সূত্রগুলো জানায়।