আজ সন্ধ্যায় বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান ,বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পরিবর্তন দেখতে চায় মালয়েশিয়া। ঢাকা সফররত মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠককালে দেশটির এই মনোভাব ব্যক্ত করেন।
বুধবার বিকেল পৌনে ৫ টায় বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয় গুলশানে অনুষ্ঠিত বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, আলোচনা প্রাণবন্ত হয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়ান প্রতিনিধিরা তাদের দেশে গণতন্ত্রের যে চর্চা আছে একইভাবে বাংলাদেশেও তার প্রতিফলন দেখতে চান।
বৈঠকালে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি মাহবুব আলম শাহ।