পিরোজপুরের কাউখালী উপজেলার শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসবের আয়োজন করা হয়েছে।
শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১২৬ তম আবির্ভাব তিথি রাস পূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের এই উৎসবকে ঘিরে এখানে দেশ-বিদেশের লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটে।
উৎসবের চতুর্থ দিন বুধবার দুপুরে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
সভায় মন্ত্রী বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশে সকল ধর্মাবলম্বীদের স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠানাদি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রেখে শান্তিপূর্ণভাবে পালন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সকল ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠান উদযাপনে আর্থিক অনুদান দিচ্ছে।
শ্রীগুরু সংঘের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন ও শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক শ্রী রনঞ্জয় কৃষ্ণ দত্ত।
এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- মংগল আরতি, শ্রীমদ্ভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র বিতরণ, সরকারি হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা ও ধর্মসভা ইত্যাদি।
বৃহস্পতিবার সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।