স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মোহাম্মদপুরের টিকাপাড়া এলাকা থেকে গাঁজা ভর্তি একটি অ্যাম্বুলেন্স আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অ্যাম্বুলেন্সে থাকা তিন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) খন্দকার আরাফাত লেনিনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযানচালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আটক ব্যক্তিরা হলেন, মো. সবুজ (২৫), মো. মিলন (২৮) ও মো. জাহিদ হাসান(২৪)।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ওই অ্যাম্বুলেন্সে করে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন।
এসি আরাফাত লেনিন বলেন, মদিনা অ্যাম্বুলেন্স নামে একটি মাইক্রোবাসে করে গাঁজার চালানটি ঢাকায় আনা হয়। অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করা হলে ধরা পড়ার ঝুঁকি থাকবে না, এমন চিন্তা থেকে চক্রটি সীমান্তবর্তী এলাকায় যেত। সেখান থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।