মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ভারতে এসেছেন। শুক্রবার তিনি সাক্ষাত করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। বৃহস্পতিবার বিল গেটস স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাত করেছিলেন। তখন তিনি ভারতে অনেক জনকল্যাণমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছেন। জনস্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়োজিত ভারতের একটি বেসরকারি সংস্থা উভয়পক্ষের সাক্ষাতের আয়োজন করে। বিল গেটস ওই সংস্থার একজন দাতা।
বিল এন্ড মিলান্ডা গেটস ফাউন্ডেশন কল্যাণমূলক কাজে চুক্তিবদ্ধ হওয়ায় ভারতের আরো কয়েকটি এনজিও সংস্থা তাদের অভিনন্দন জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিল এন্ড মিলান্ডা ফাউন্ডেশন ভারতে জনস্বাস্থ্য সচেতন বিষয়ক কাজ করায় আমরা সত্যিই তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আসা করি তারা আমাদের উন্নয়নশীল গ্রামগুলো ‘দৃষ্টান্ত স্থাপনকারী’ গ্রাম হিসেবে গড়ে তুলবেন, যেন তাদের দেখে আরো অনেকে জনকল্যাণমূলক কাজে উৎসাহ পা