৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ২:০৬
ব্রেকিং নিউজঃ
নৌকার প্রার্থীকে জয়ী করতে মহিলা শ্রমিক লীগের মতবিনিময় সভা আদিবাসী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার “বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের গর্ব ঋতুরাজ ভৌমিক হৃদ্য” রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সিনিয়র সহ সভাপতি হলেন দেশ সম্পাদক সুমন হালদার বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে যাচ্ছে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা আজ ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস । কৃত্বিতে খ্যাতি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মুন্সী আব্দুল মাজেদঃ ঝুমন দাশের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন : এক হিন্দুকে বাদী করতে চেয়েছিলেন শাল্লার ওসি আফগানিস্থানে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলা : নিহত ১৯

গলায় মাছের কাঁটা আটকালে কি করবেন?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, নভেম্বর ১৭, ২০১৭,
  • 591 সংবাদটি পঠিক হয়েছে

মাছ খেতে সুস্বাদু এবং পুষ্টিকরও বটে। তাই তো বাঙালির খাবার তালিকায় এটির স্থান একেবারে উপরের দিকে। সবই ঠিক আছে। অসুবিধাটা আসলে অন্য জায়গায়। মাছের সারা শরীর কাঁটায় ভর্তি। আর একবার যদি সেই কাঁটা গলায় আটকে যায় তখন পড়তে হয় মহা বিপদে। এসব ক্ষেত্রে করণীয় কী? এ বিষয়টি হয়তো অনেক জানে আবার অনেকে জানেন না। তাই চিন্তার কোনো কারণ নেই রয়েছে এর সঠিক সমাধান।

গলায় কাঁটা লাগার আগে এই প্রবন্ধটি জানা থাকলে কিন্তু আর কোনো কষ্ট হবে না। কারণ এই লেখায় এমন কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো যা নিমেষে গলায় আটকে যাওয়া কাঁটা বাহির করে দিতে পারে।

তথ্য ১: এমন ঘটনা ঘটলে ভয় পাবেন না। ভুল করে কাঁটা গিলে ফেলার ঘটনা ঘটতেই পারে। কাঁটা যদি ছোট হয়, তাহলে চিন্তার কোনো কারণ থাকে না। সেটি গলায় না আটকে পেটে চলে যায়। সমস্যাটা তখনই হয়, যখন কাঁটাটা বেশ বড় হয়। আসলে কাটার মাপ বড় হলে সেটি গলা দিয়ে নামতে পারে না। ফলে গলায় আটকে যায়। আর এমনটা হলেই দেখা দেয় নানা অসুবিধা।

এক্ষেত্রে কী করতে হবে: কাঁটা যদি গলায় আটকে যায় তাহলে তা বাহির করতে কারো সাহায্যের প্রয়োজন পড়বে। উপরের ছবিতে যেমনভাবে দেখানো হল, সেভাবে পেটের উপরের দিতে দুহাত নিয়ে গিয়ে জোরে চেপে ধরুন। আর চাপ দিতে থাকুন। একে বলে অবডোমিনাল থ্রাস্ট। এমনটা করলে গলায় আটকে যাওয়া কাঁটা বেরিয়ে যায়। গলায় খাবার আটকে গেলেও এই পদ্ধতিটি দারুন কাজে আসে।

কাঁটা ছাড়ানোর ঘরোয়া উপায়: ৩. ২ চামচ মাপের চিনাবাদাম খেয়ে ১ মিনিট ধরে চুষে নিয়ে গিলে ফেলুন। এই পদ্ধতিটিও গলার কাঁটা বার করতে বেশ কার্যকরি।

কাঁটা ছাড়ানোর ঘরোয়া উপায়: ৪.একটা ব্রাউন বেডের টুকরো নিয়ে তাতে মাখন লাগান। এরপর একটা কামড় দিন। কিছুক্ষণ ব্রাউন বেডটা মুখে রেখে গিলে ফেলুন। তারপর অল্প করে পানি পান করুন। এমনটা করলেও কাঁটা বেরিয়ে যেতে পারে।

কিছুতেই যদি কাজ না দেয়! উপরে আলোচিত কোনো পদ্ধতিই যদি কাজে না আসে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। বেশি দিন কাঁটা যদি গলায় থেকে যায়, তাহলে তার থেকে সংক্রমণ হয়ে যেতে পারে। তখন অপারেশন করা ছাড়া কোনো উপায়ই থাকে না।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »