রংপুরে হিন্দুর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মূল অপরাধী মাওলানা আসাদুল্লাহ হামিদীসহ জড়িতদের বিচার, টিটু রায়ের নিঃশর্ত মুক্তি ও সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়নের দাবিতে গতকাল ১৭ নভেম্বর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চেরাগী পাহাড় মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক ঋতেন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যক্ষ সুজিত ঘোষ, সহসভাপতি মিলন শর্মা, ডা. নারায়ণ দাশ, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক রিপম দাশ, মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুদীপ্ত বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানা, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক রিপন দাশ, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল নাথ, রূপেশ শীল, সুমন পাল, বিপ্লব দে, অসীম বণিক, তনয় চৌধুরী প্রমুখ।
এতে মহানগর পূজা পরিষদের দপ্তর সম্পাদক গোপাল দাশ টিপু, জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা উজ্জল দেওয়ানজী, সভাপতি উজ্জল মল্লিক, সহ সভাপতি আশীষ দাশ, অশোক চক্রবর্তী লিংকন, ডা. প্রদীপ তালুকদার, অজয় চক্রবর্তী প্রবীর, প্রবাল ঘোষ দেবু উপসি’ত ছিলেন।
বক্তারা আরো বলেন, স্বাধীনতার পর থেকে এদেশে বিভিন্ন অজুহাতে হিন্দু নির্যাতন চলে আসছে। প্রতিনিয়ত এদেশ থেকে যেভাবে হিন্দু বিতাড়িত হচ্ছে তা দেখে বোঝা যায় যে অচিরেই বাংলাদেশ আবার পাকিস্তানে পরিণত হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন পরাধীনতার গ্লানি মাথায় নিয়ে সারাদেশে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ঘোষণা করা হয়।