হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ সেলিব্রিটি লাউঞ্জে এবার অতিথি হয়ে এলেন মেহের আফরোজ শাওন ও হুমায়ূন আহমেদের স্নেহধণ্য বন্ধু-গল্পকার শহিদ হোসেন। সঙ্গীত পরিচালক, উপস্থাপক তানভীর তারেকের উপস্থাপনায় এবারের সেলিব্রিটি লাউঞ্জে ছিল তাই ভিন্নধর্মী আলোচনা।
আড্ডায় উঠে এসেছে হুমায়ূন আহমেদের সঙ্গে কাটানো কিছু অব্যক্ত স্মৃতিসহ নানান প্রাসঙ্গিক গল্প। আড্ডার এক পর্যায়ে মেহের আফরোজ শাওন সাম্প্রতিক চলচ্চিত্র ‘ডুব’প্রসঙ্গ নিয়েও দারুণ ব্যাখ্যা দেন।
এ ছাড়া গল্পকার শহিদ হোসেন হুমায়ূন আহমেদের শেষ জীবনের সবচেয়ে কাছের সহচর ছিলেন। তিনি সেই স্মৃতির কথা বলতে গিয়ে দুজনেই আবেগাপ্লুত হলেন এই অনুষ্ঠানে।
মেহের আফরোজ শাওন বলেন, ‘সাধারণত এ ধরণের অনুষ্ঠানে খুবই হালকা গোছের প্রশ্ন করা হয়। তাই খুব একটা কথা বলতে ইচ্ছে করে না। কিন্তু সেলিব্রিটি লাউঞ্জে সত্যি প্রশ্নের গাঁথুনিটা চমৎকার হওয়ায় আড্ডা দিতেও খুব ভালো লাগলো।’
সেলিব্রিটি লাউঞ্জ অনুষ্ঠানটি প্রচার হবে রবিবার রাত ৯টায় এশিয়ান টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানভীর তন্ময়।

এই ক্যাটাগরির আরো সংবাদ ...