হবিগঞ্জের বাহুবলে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে মামলাটি করেন ইউপি সদস্য পারভীন আক্তার।
মামলায় আসামী করা হয়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদসহ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪/১৫ জন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী বলেন, হামালার ঘটনায় শনিবার রাতে একটি মামলা হয়। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হননি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর উপজেলার মিরপুর বাজারের অদূরে বেদেপল্লিতে সরকারি সহায়তার চেক বিতরণকালে এমপি কেয়া চৌধুরীর ওপর হামলা হয়। এতে ইউপি সদস্য পারভীন আক্তার ও সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য রাহিলা আক্তারসহ অন্যান্যরা আহত হন। এ হামলার পর বাহুবল, নবীগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, সিলেটসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে সভা, সমাবেশ, মিছিল ও মানববন্ধন হয়েছে।