বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্ম বাষির্কী উপলক্ষে মহানগর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট মজিবর রহমান সরোয়ার। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, বিএনপি নেতা এডভোকেট আলী হায়দার বাবুল, মনিরুজ্জামান ফারুক, আনোয়রুল হক তারিন প্রমুখ।