নগরীর করাপুর রায়পাশায় শতবছরের পুরানো শ্রী শ্রী কালীমাতার মন্দির এবং এর দেবোওর সম্পত্তি দখলের চেস্টায় লিপ্ত এলাকার সন্ত্রাসী প্রভাবশালী নুরুল আহসান বাচ্চু,ও মনিরুজ্জামান গংরা। এর প্রতিবাদে আজ সকাল দশ ঘটিকায় মানববন্ধন করেন সংখ্যালঘু বিভিন্ন সংগঠন এতে বক্তব্য রাখেন বরিশাল পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক এ্যাডঃ হিরন দাস মিঠু,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট বরিশাল মহানগর সভাপতি সুমন হালদার আশীস,সম্পাদক উজ্জল রায় ভুলু,মাইনরটি রাইটস ফরমের সভাপতি এ্যাডঃ অনিল দে, অনুভব সভাপতি স্বপন বেপারী, দলিত ফোরাম সভাপতি সহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দু ।