আলোর স্বল্পতায় পণ্ড হয়েছে শেখ রাসেল ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল। মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও ঢাকার শেখ রাসেল কেসি এই ম্যাচে মুখোমুখি হয়েছিল। শনিবার মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত অমীমাংসিত এ ম্যাচটি রবিবার আবার হবে।নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে উভয় দল আটটি করে শট নিলেও তা ৫-৫ গোলে অমীমাংসিত থেকে যায়। এরপর শেখ রাসেলের খেলোয়াড়রা আলোক স্বল্পতার কারণে খেলতে আপত্তি জানালে রবিবার ম্যাচটি আবারও হবে ঘোষণা দেয় কর্তৃপক্ষ।