শুধু আওয়ামী লীগেরই উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘লেকের ওপর বুলেট প্রুফ মঞ্চে দাঁড়িয়ে বলা হয় বাংলাদেশ উন্নয়নের রোড মডেল, তখন জানতে ইচ্ছা করে উন্নয়ন কী, হোয়াট ইজ ডেভেলপমেন্ট।’
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি টিচার্স (অ্যাগ্রিকালচারাল সায়েন্স) আয়োজিত একটি সেমিনারে ফখরুল এমন মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে সেমিনারটির আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম হাফিজ।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রসঙ্গে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। খুব ভালো কথা। বিষয়টি অস্বীকার করেছে কে? আপনারা এত বছর পর হঠাৎ ঢাকঢোল পিটিয়ে নামছেন,যখন দেশের মানুষ কষ্টে আছে। উন্নয়ন হয়েছে কার? উন্নয়ন হয়েছে আপনাদের।’
ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ বড় বড় অনুষ্ঠান করছে। স্কুলের ছাত্রদের হাজির করছে। শিক্ষকদের সরকারি চিঠি পাঠায়— যে হাজির না হলে স্কুলের উন্নয়ন বন্ধ হবে এবং চাকরি চলে যাবে। সরকার কর্মকর্তাদের চিঠি দেয় যে সমাবেশে হাজির না হলে পাঁচ দিন-ছয় দিন বা এক মাসের বেতন কেটে নেওয়া হবে।
তিনি বলেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা, বিনিয়োগ ও উৎপাদন না বাড়ালে টেকসই উন্নয়ন হয় না। আর টেকসই গণতন্ত্র ছাড়া কখনোই টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জন করা সম্ভব না।’
রোহিঙ্গা বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য সমঝোতা হয়েছে। যেসব রোহিঙ্গা এ বছর এসেছে, তাদের নাকি ফেরত নেওয়া হবে, বাকিদের কী হবে? কবে নাগাদ ফেরত নেওয়া কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে—এসব কিছুই সেখানে উল্লেখ নেই। জাতিসংঘকে বাইরে রেখে এবং অন্য দেশগুলোকে বাইরে রেখে এই কাজগুলো অতি দ্রুত করা হলো।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।