ঢাকা সফরে দেশের যুব সমাজ ও বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে কথা বলবেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ৩০ নভেম্বর বিকালে তিনদিনের সফরে ঢাকায় আসছেন পোপ।
আগামী ১ ডিসেম্বর রমনা চার্চ প্রাঙ্গণে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে এবং পরদিন নটর ডেম কলেজে যুব সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন পোপ ফ্রান্সিস।
এই সফরের সঙ্গে জড়িত একজন কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ ও যুব সমাজ কী চিন্তা করছে তা নিয়ে তাদের সঙ্গে কথা বলবেন পোপ।
রোহিঙ্গাদের প্রতিনিধিদের সঙ্গে পোপের দেখা হবে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সরকারের সঙ্গে এ বিষয়ে আমাদের কথা হয়েছে। সরকারের অনুমোদন সাপেক্ষে রোহিঙ্গাদের সঙ্গে পোপের দেখা হতে পারে।