পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০১৮ বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০১৭)।
এই নির্বাচনে ২১টি পদের জন্য ৪০ জন পার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি, অর্থ-সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক পদে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে-গ্যালমান শফি, মানিক মুনতাসির, ঝর্ণা মনি, আমিনুল হক ভুঁইয়া ও মিজান চৌধুরী ।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ ক্যাম্পাসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।যেখানে সংগঠনের তালিকাভুক্ত সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।