ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার এক শোক বার্তায় স্পিকার বলেন, মেয়র আনিসুল একজন প্রখ্যাত ব্যবসায়ী, সফল শিল্পপতি এবং আধুনিক বিজ্ঞান চিন্তা চেতনার মানুষ ছিলেন।
এছাড়াও নাগরিক জীবনের উন্নয়ন ও নগরবাসীর স্বাচ্ছন্দ্যের প্রতি তার প্রখর দৃষ্টি ছিল। শিরীন শারমীন চৌধুরী মরহুম আনিসুল হক-এর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ আ স ম ফিরোজ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন আনিসুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।