৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৪
ব্রেকিং নিউজঃ
আদিবাসী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার “বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের গর্ব ঋতুরাজ ভৌমিক হৃদ্য” রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সিনিয়র সহ সভাপতি হলেন দেশ সম্পাদক সুমন হালদার বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে যাচ্ছে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা আজ ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস । কৃত্বিতে খ্যাতি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মুন্সী আব্দুল মাজেদঃ ঝুমন দাশের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন : এক হিন্দুকে বাদী করতে চেয়েছিলেন শাল্লার ওসি আফগানিস্থানে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলা : নিহত ১৯ টাঙ্গাইলের মধুপুরে হিন্দু যুবককে কুপিয়ে আহত করে জাহেদুল

বরিশালে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ- পুলিশের বাধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ডিসেম্বর ১, ২০১৭,
  • 584 সংবাদটি পঠিক হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর যুবদল-ছাত্রদল পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে নগরে মিছিল করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে নগরের সিঅ্যান্ডবি রোডে জেলা ছাত্রদলের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়। শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বরিশাল নগরের সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রনি, আরিফুল ইসলাম জনি প্রমুখ। সমাবশে শেষে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে সদররোডে যেতে চাইলে অশ্বিনী কুমার হল চত্বরে পুলিশ তা আটকে দেয়। পরে নেতা-কর্মীরা বাধার মুখে দলীয় কার্যালয়ে ফিরে যায়। এরআগে শুক্রবার সকাল ১১টায় বরিশাল নগরের সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পৃথক কর্মসূচি পালন করে জেলা ও মহানগর যুবদল বিক্ষোভ সমাবেশ করে। মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ। সমাবশে শেষে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে সদররোডে যেতে চাইলে অশ্বিনী কুমার হল চত্বরে পুলিশ তা আটকে দেয়। এদিকে একইস্থানে জেলা (দক্ষিণ) যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম তসলিমউদ্দিন সহ অন্যান্যরা। সমাবেশ শেষে জেলা যুবদলও মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে বাদানুবাদ হলেও পুলিশের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত বিক্ষোভ মিছিল করতে পারেনি নেতা-কর্মীরা। এদিকে যুবদলের কর্মসূচিকে কেন্দ্রে করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিএনপি অফিসের আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বেলা ১২টার দিকে জেলা ছাত্রদল নেতা সোহেল রাঢ়ী’র নেতৃত্বে নগরের ফরাজী ওয়াকশপ সংলগ্ন সিঅ্যান্ডবি রোডে ঝটিকা একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »