বরিশাল বিভাগের ভোলা জেলার হিন্দুদের কেন্দ্রীয় করুনাময়ী কালীমাতার মন্দিরে গত রাতে(১-১২-১৭)তালা ভেঙে চুরি হয়েছে!শুধুমাত্র হিন্দুদের মন্দির,বাড়িঘর লক্ষ্যবস্তুতে পরিনত হচ্ছে কেন?
রাস্ট্র কি নিরাপত্তা দিতে ব্যর্থ নাকি মানুষের মানবিক মূল্যবোধের অবক্ষয়?রাস্ট্র একটা বস্তু আর এই বস্তু কখনই মানবিক হতে পারে না।
মানবিক হতে হবে রাস্ট্রে বসবাসরত মানুষগুলোকে।এখন কথা হলো রাস্ট্রে বসবাসরত মানুষগুলো কি আমাদের এই রাস্ট্রীয় সমাজব্যাবস্থায় সঠিক/নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারছে?
নৈতিক শিক্ষাটা মূলত পরিবার থেকে শুরু হয়।সেখানেই যদি আমাদের সমস্যা থাকে, তবে দোষটা কাদের?বড়সড় একটা সামাজিক পরিবর্তন দরকার।
মানুষ হতে হলে আগে মানুষে মানুষে বিভেদ ভুলে যেতে হবে।পারস্পরিক সহনশীলতাই পারে সুশৃঙ্খল সমাজ গড়তে…….গৌতম হালদার প্রান্ত