৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১:৫২
ব্রেকিং নিউজঃ
আদিবাসী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার “বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের গর্ব ঋতুরাজ ভৌমিক হৃদ্য” রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সিনিয়র সহ সভাপতি হলেন দেশ সম্পাদক সুমন হালদার বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে যাচ্ছে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা আজ ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস । কৃত্বিতে খ্যাতি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মুন্সী আব্দুল মাজেদঃ ঝুমন দাশের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন : এক হিন্দুকে বাদী করতে চেয়েছিলেন শাল্লার ওসি আফগানিস্থানে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলা : নিহত ১৯ টাঙ্গাইলের মধুপুরে হিন্দু যুবককে কুপিয়ে আহত করে জাহেদুল

দশরথ মাঝিঃ বাইশ বছর ধরে পাহাড় কেটে যিনি দেখিয়েছিলেন পথের দিশা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ডিসেম্বর ৪, ২০১৭,
  • 776 সংবাদটি পঠিক হয়েছে

অর্থনীতির দিক দিয়ে তারা দরিদ্রস্য দরিদ্র | জাতপাতের সমাজে তারা নীচু থেকে নীচুতর স্তরে | তারা ভূমিহীন কৃষক মুশহর | বিহারের গয়ার অত্রি ব্লকে ৬০ টি গ্রামে বাস এই অন্ত্যজদের | পানীয় জল‚ বিদ্যুৎ‚ শিক্ষা‚ স্বাস্থ্যর মতো ন্যূনতম পরিষেবাগুলো তাদের কাছে বিলাসিতা | তাদেরই একজন ছিলেন দশরথ মাঝি |

থাকতেন গেহলৌর পাহাড়ের কাছে কারজানি গ্রামে | নিকটতম শহর ছিল ওয়াজিরগঞ্জ | সেখানে যেতে গ্রামবাসীদের সবাইকে ঘণ্টার পর ঘণ্টা ধরে ট্রেক করতে হত ৭০ কিলোমিটার | ওই পথ ধরে পানীয় জল আনতে গিয়েছিলেন দশরথের স্ত্রী ফাগুনি দেবী | গ্রামের অন্য বধূদের সঙ্গে | ফেরার সময় পড়ে যান পাহাড়ে | আর ভাল হননি | উপযুক্ত চিকিৎসার অভাবে মারা যান |

Image result for dashrath-manjhi

সেদিন পণ করেন দশরথ | ক্ষমতাসীন প্রশাসন যখন তাঁদের জন্য কিছু করবে না‚ দশরথ স্থির করেন যা করার তিনি নিজেই করবেন | স্ত্রীকে হারানোর শোক তাঁকে অবিচল রাখে লক্ষ্যের দিকে | গবাদি পশু বেচে দশরথ কেনেন হাতুড়ি‚ ছেনি আর বাটালি | ছেড়ে দেন মনিবের জমিতে চাষের কাজ |

Image result for dashrath-manjhi

সামান্য এই তিন জিনিস দিয়ে শুরু হয় দশরথের লড়াই | গেহলৌর পাহাড়ের মাথায় উঠে কাটতে লাগলেন পাথর | সম্বল হাতুড়ি-ছেনি-বাটালি‚ নিজের দুটো হাত আর স্ত্রীর স্মৃতির প্রতি অদম্য ভালবাসা |

১৯৬০ থেকে ১৯৮২‚ টানা ২২ বছর ধরে পাহাড় কাটেন দশরথ | অবশেষে পাহাড়ের বুক চিরে দেখা দিল পথ | তৈরি হল ৩৬০ ফিট দীর্ঘ‚ ৩০ ফিট উঁচু আর ২৫ ফিট চওড়া পাকা রাস্তা | গেহলৌর পাহাড়ের পিছনের গ্রামগুলো থেকে ওয়াজিরগঞ্জের দূরত্ব যোজন থেকে কমে দাঁড়াল তিলেক | ৭০ কিলোমিটার ট্রেকের বদলে মাত্র ৫ কিলোমিটার পাকা রাস্তা পেরোলেই হাতের মুঠোয় চলে এল সভ্যতার আলো | গেহলৌর-সহ ৬০ টি গ্রামের মানুষের কাছে দশরথ হয়ে গেলেন ‘বাবা’ |

Related image

নিজের কাজের জন্য সরকারি কোনও স্বীকৃতি‚ সম্মান বা পুরস্কারের অপেক্ষা করেননি সত্তরোর্ধ্ব দশরথ | পরোয়া করেননি কোনও শাস্তির আশঙ্কারও | তাঁর মাথায় শুধু ছিল‚ পঙ্গু যদি গিরি লঙ্ঘন করতে পারে‚ তাহলে তিনিও পারবেন পাহাড়ের বুক চিরে রাস্তাকে সূর্যের আলোর মুখ দেখাতে |

Image result for dashrath-manjhi

দশরথ বলেছিলেন‚ তিনি না করলে অন্য কেউ হয়তো রাস্তাটা করত | নিজের অসমসাহসী অসম্ভব কৃতিত্বকে এভাবেই বর্ণনা করে গিয়েছিলেন এই বৃদ্ধ | কর্কট রোগে আক্রান্ত হয়ে ২০০৭ সালে চিরতরে থেমে যায় মাউন্টেন ম্যান-এর হাতুড়ির শব্দ |

Image result for dashrath-manjhi

দশরথ চলে গেছেন | রয়ে গেছে তাঁর স্বপ্নের রাস্তা | নাম দেওয়া হয়েছে ‘দশরথ মাঝি রোড ‘ | আর রয়ে গেছে দশরথের পরিবারের দারিদ্র্য আর অনটন | তাঁর ছেলে এবং পুত্রবধূ দুজনেই প্রতিবন্ধী | নিজের পরিবারের জন্য শুধু ‘ইন্দিরা আবাস যোজনা’ ছাড়া আর কিছুই অর্জন করতে পারেননি দশরথ | রাস্তা নির্মাণের কুর্নিশ স্বরূপ পেয়েছিলেন ৫ একর জমি | নিজের গ্রামে সেই জমিটুকুও তিনি দিয়ে গিয়েছেন হাসপাতাল নির্মাণ প্রকল্পে |

Image result for dashrath-manjhi

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »