মস্কো: ফের শিরোনামে রাশিয়া। তবে খবরের কেন্দ্রে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নন, ইনি দেশের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র। তবে এরকম একটা গুরু গম্ভীর পদের অধিকারী যেমনটা হওয়া উচিৎ, তেমনটা মোটেই নন। আর সেইজন্যই আপাতত তিনি ভাইরাল। সদ্য এই পদে নিয়োগ করা হয়েছে রোজিয়ানা মার্কোভস্কায়া নামে ওই মহিলাকে। যাঁর ছবি দেখলে মনে হয়, তিনি একজন মডেলের থেকে কিছু কম নন। তাই রোজিয়ানা এখন সোশ্যাল মিডিয়া সেনসেশন।সূত্রের খবর, কিছুদিন আগেই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্জেই শোইগুর ব্যক্তিগত মুখপাত্র হিসেবে নিয়োগ করা হয়েছে রোজিয়ানাকে। বয়স মাত্র ২৬। চোখের রঙ বাদামী। সুন্দর চেহারার রোজিয়ানাকে তাই রাশিয়ান ভাষায় বলা হচ্ছে ‘ওবোরোন্যাশা’ বা সামরিক সুন্দরী।এর আগে রোজিয়ানা রাশিয়ার ভ্লাদিভস্তক স্টেট টিভি ও রেডিও কোম্পানিতে চাকরি করতেন। পরে Zvezda নামে একটি টিভি চ্যানেলেও কাজ করেছেন। ভ্লাদিভস্তকের বাসিন্দা তিনি। সেখানেই ফার ইস্টার্ন ফেডেরাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি নেন। নিজে গিটার বাজিয়ে গানও গাইতে পারেন এই সুন্দরী।