বরিশালের বানারীপাড়ায় হিন্দু বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিশারকান্দী এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
এতে নগেন্দ্রনাথ সরকার, কমলেশ সরকার, গৌরাঙ্গ সরকার ও মতিলাল সরকারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বিশারকান্দীর ঠাকুর জগদানন্দ সেবা আশ্রমের সভাপতি মহিম সরকার জানান, সোমবার রাত আড়াইটার দিকে কমলেশ সরকারের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা পাশের আরও ৪টি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের তাপ ও ধোয়ায় ওই সকল পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের বাহিরে বের হয়ে আসে। তারা আগুন-আগুন বলে চিৎকার দিলে আশপাশ এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু তার আগেই ৪টি বসতঘরসহ একটি রান্নাঘর ভস্মীভুত হয়।
বিষয়টি নিয়ে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুককে অবহিত করে। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্তের জন্য ওসিকে নির্দেশ দেন।
বানারীপাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, ওই ৫ ঘরে অগ্নিকাণ্ড নিয়ে কিছুটা রহস্যের সৃস্টি হয়েছে। বিষয়টি নাশকতা কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।