পৃথিবীর দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে এক গ্রহাণু। আর তাতেই ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন মহাকাশ বিজ্ঞানীরা।
‘দ্য সান’-এ প্রকাশিত খবর অনুযায়ী, ওই গ্রহাণুর নাম ‘ফ্যাথন ৩২০০’। প্রসঙ্গত, গ্রিক মাইথোলজির ধ্বংসের দেবতা ফেয়থনের নাম অনুসারে এই গ্রহাণুর নাম রাখা হয়েছে ফ্যাথন। মহাকাশ বিজ্ঞানীদের দাবি, ক্রিসমাসের ঠিক এক সপ্তাহ আগেই, ১৭ ডিসেম্বর এই গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে।