শুক্রবার কৃষ্ণ সারথী ফোরাম এর ওমান শাখা চালু করা হয়েছে। কৃষ্ণ সারথী ফোরাম এর প্রতিষ্ঠাতা শ্রীমান শুভ দে এর উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ওমান সনাতনী প্রবাসীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফোরাম প্রতিষ্ঠাতা শ্রীমান শুভ দে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমান নিতায় দাশ, সুজিত নাথ, দিপ্ত রায়, টিসু শীল প্রমুখ।
ফোরাম প্রতিষ্ঠাতা তার বক্তব্যে বলেন, আমরা সনাতনী প্রবাসীরা কাজ ও পরিবার নিয়ে সব সময় ব্যস্ত থাকি। আর এ ব্যস্ততা কি পরকালের জন্য কোন কিছু সঞ্চয় হচ্ছে, না হচ্ছে না। যদি না হয় তাহলে পরকালে আমাদের নরক ভোগ নির্ধারিত। তাই আমাদের কাজের ফাকে সমান্যটুকু সময় ধর্মের জন্য দিতে হবে। কৃষ্ণ সারথী ফোরাম বাংলাদেশের বিভিন্ন জেলায় মোট ১০৫টি গীতাশিক্ষালয় চালু করেছে। আর্থিক সচ্ছলতার কারণে অনেক জেলায় গীতাশিক্ষালয় প্রতিষ্ঠা করা কষ্টকর হয়ে পরেছে। সকল সনাতনী প্রবাসীদের সহযোগীতা পেলে আমরা আরো একধাপ এগিয়ে যাবো বলে আশা করি।