ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকায় দুর্গা প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত গাং-জগদিয়া সার্বজনীন কালি মন্দির চত্বরে সংরক্ষিত দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিকের প্রতিমার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ দুর্বৃত্তরা ভাংচুর করে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম সংবাদ পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, মন্দিরের সেবায়েত দুলাল বর্মণ শনিবার মন্দিরে এসে প্রতিমাগুলোর মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় ভক্তরা থানায় খবর দেয়।
মন্দির কমিটির সভাপতি ডা. দিলীপ কুমার রায় বলেন, দুর্গা প্রতিমা বিসর্জন না দিয়ে অরক্ষিত জায়গায় সংরক্ষণ করা খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা বিসর্জন দিতে চেয়েছিলাম। কিন্তু কিছু ভক্তদের অনুরোধে সংরক্ষণ করা হয়েছে। তবে প্রতিমা ভাংচুরের এ ঘটনা খুবই দুঃখজনক।