চট্টগ্রামের আনোয়ারায় ০৬ নং বারখাইন ইউনিয়নে
ঘটনাটি ঘটে গতকাল ০১/০৮/২২ ইং রোজ সোমবার চট্টগ্রামের আনোয়ারায় এলাকায়।তারা পূর্বপরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অতর্কিত হামলা চালায়। যা এখন পর্যন্ত চলমান রয়েছে বলে জানা যায়। যার পূর্বক চট্টগ্রামের আনোয়ারায় ০৬ নং বারখাইন ইউনিয়ন, (১ নং ওয়ার্ড) ঝিওরী গ্রামে রকেট দত্ত (প্রবাসী) ব্যক্তির উপর চিহ্নিত ভূমিদস্যুরা জোরপূর্বক ভূমি দখলের পায়তারা করে।বাদী রকেট দত্ত তাতে বাধা দিলে আক্রমনাত্মকভাবে তার উপর হামলা চালায় ভুমি দস্যুরা। চিহ্নিত ভূমিদস্যুরা হল =
১. মোঃ সাইদুল ইসলাম প্রকাশ সালাউদ্দিন জিয়া
২.মো.সুমন
৩.মো.রবেল
৪.মো.হাসান
৫.মহিউদ্দিন প্রকাশ মহিদ্দা
৬.মো. রবি
এবং তাদের সহযোগীগন।
এই ভূমিদস্যুদের ঝিওরী মাজার গেইট বাজারে রয়েছে এক বড় সড়ো ভূমি ব্যবসার অফিস,যেখানে বসে ওরা পরিকল্পনা করে কিভাবে সংখ্যালঘুদের কে নিষ্কৃত করা যায়। এদের হাতে লাঞ্চিত হয়েছে ওই এলাকার অনেক সংখ্যালঘু, যারা এদের ভয়ে অনেক কিছু বলতে পারছে না।এদের মাথার উপরে রয়েছে বড় বড় সিন্ডিকেট যাদের নাম নিতে সবাই ভয় পায়। যারা ভূমিদস্যুদের প্রশাসনিক কাজে সহযোগিতা করে থাকে।
©