১৯৭১ সালের ১৬ ডিসেম্বরেই ঢাকায় ৯০ হাজারের বেশি পাক সেনা ভারতীয় সেনার সামনে আত্মসমর্পণ করে৷ প্রতি বছর দিনটি ভারত ও বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়৷ এবারও ১৯৭১ এর যুদ্ধে অংশ নেওয়া ২৭ জন প্রাক্তন ভারতীয় সেনা এই দিনটি উপলক্ষে বাংলাদেশে আসবেন৷
সোমবার ফোর্ট উইলিয়ামে বিজয় উৎসব উপলক্ষে একটি সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেই অনুষ্ঠানেই মেজর জেনারেল আর. নাগরাজ দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন৷ এমনকি আগামী দিনগুলিতে কি কি অনুষ্ঠানের আয়োজন করা হবে সেই বিষয়েও বিস্তারিত জানিয়েছেন তিনি৷
কলকাতায় সাড়ম্বরে পালিত হবে বিজয় দিবস৷ প্রিন্সেপ ঘাটে মিলিটারি ব্যান্ড কনসার্টের আয়োজন করা হয়েছে৷ এছাড়াও থাকছে ঘোড়ার একটি বিশেষ অনুষ্ঠান এবং আরসিটিসিতে অনুষ্ঠিত হতে চলেছে হেলিকপ্টার ফাইট ডিসপ্লে৷ এছাড়াও বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনা তুলে ধরবেন এই বিশেষ অনুষ্ঠানে৷ ১৪ থেকে ১৯ ডিসেম্বর এই ২৭ জন প্রাক্তন ভারতীয় সেনা বাংলাদেশের বিজয় উৎসবে সামিল হবেন৷ পাশাপাশি ১৪ থেকে ১৮ ডিসেম্বর ৩০ জন বাংলাদেশি ‘মুক্তিযোদ্ধা’ কলকাতায় আসবেন৷
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের অন্যতম ফল পাক সেনার চরম পরাজয় ও বাংলাদেশ তৈরি৷ চার দশক আগে সেই ভয়াবহ সংঘর্ষে ৩০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল৷ এই যুদ্ধে ১৬৬১ জন ভারতীয় জওয়ান প্রাণ দিয়েছিলেন৷