প্রচার প্রচারণায় জমে উঠেছে বরিশাল নগরী। ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এডভোকেট শাহ্ আমিনুল ইসলাম আমিনের ঘুড়ি মার্কার প্রচারণায় মুখরিত বরিশালের ১৯ নং ওয়ার্ড বভিন্ন প্রতীকে চারজন কাউন্সিলর প্রার্থীর প্রচারণা ও প্রতিশ্রুতি নিয়ে আলোচনা চারিদিকে। সাধারণ মানুষের সম্পৃক্ততা খুব একটা চোখে না পড়লেও প্রার্থীদের প্রতিশ্রুতি ও কথা কাজের মিল খুঁজছেন অনেকেই। বিগত দিনের মিথ্যে প্রত্রিশ্রুতি সাধারন মানুষের সাথে খারাপ ব্যাবহারে
বিগত দিনের কাউন্সিলরের অবস্থান খারাপ।
শাহ্ আমিন ১৯৯৫ সালে কমিশনার ছিল তখন অনেক সুনাম কুরিয়েছে বয়স্করা তার প্রতি খুবই দুর্বল ।
নতুন ভোটাররা আছে দিধাদন্দে।
সর্বদিক থেকে শাহ্ আমিন খুব ভালো অবস্থানে আছে ।