আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) সংসদীয় আসনে
ঐ অঞ্চলের হিন্দুদের মনোনীত প্রার্থী সুমন হালদার আশীস, চমক নিয়ে আসছে।তেমনটাই হাজার হাজার ফেইসবুকে ভাইরাল হয়ে আসছে সুমন হালদার আশীস ।
বিশ্ব হিন্দু পরিষদ সহ কয়েকটি হিন্দু সংগঠন এমন বার্তা পেয়েছে শোনা যায়।পর পর তিন বার আওয়ামী লীগের মনোনীত ব্যাক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়া সত্বেও বিগত ১০ বছরে উজিরপুরে প্রায় ৪০% হিন্দুর কোন উপকারই হয়নি হয়নি আশানুরুপ উন্নয়ন না হওয়ায় খোদ আওয়ামী লীগ নেতাকর্মিসহ সাধারন মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃস্টি হয়েছে। এদের মধ্যে কেউ কেউ সংসদীয় এলাকায় আওয়ামী লীগের মধ্যে গ্রুপ সৃস্টি করে নিজেদের পছন্দের লোকজনের পকেট ভারী করেছেন। কোন সংসদ সদস্য রাজনৈতিক বিরোধে না জড়ালেও উজিরপুরের উন্নয়নে কোন ভুমিকাই রাখেন নি। এলাকার প্রতিটি সড়ক যেনো মড়ন ফাঁদ। এ নিয়ে খোদ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতা কর্মিরা অস্বস্তিতে রয়েছেন। এতো কিছুর কারনে এলাকাবাসী সৎ ও যোগ্য এবং হিন্দুরা নিজেদের কাউকে এমপি হিসাবে দাবি করছে সুমন হালদার আশীস এই অঞ্চলের ভাগ্নে তার কাছে বরিশালে যেই কোন সমস্যা বিপদে গিয়ে খালি হাতে আসেনি এ কারনে তিনি সবার থেকে যোগ্য প্রার্থি বলে মনে করছেন এলাকাবাসী।
এলাকার হিন্দুরা এবার সাফ জানিয়ে দিয়েছে সুমন হালদার আশীস আমাদের মনোনীত প্রার্থী সবাই ঐক্যবদ্ধ্য হয়ে তাকে ভোট দিব তাতে সে যে মার্কা নিয়ে আসে।
এ বিষয় সুমন হালদার আশীস বলেন ঐ অঞ্চলের পটিবাড়ী আমার মামা বাড়ী তারা যদি জোর করে এবং
ওখানের হিন্দুরা দীর্ঘদিন অসহায়ত্ব বোধ করছে ।
বার বার ঐ অঞ্চলের হিন্দু চেয়ারম্যানদের হত্যা করা হয়েছে তার সুস্ট বিচার হয়নি অনেকের জায়গা জমি মেয়ে সম্পদ লুট হয়েছে ভয়ে নিরব ওদের পাশে শক্ত খুঁটি হয়ে আমি দারাতে প্রস্তুত । আমি মৃত্যুকে ভয় করিনা । ওরা চাইলে
আগামী নির্বাচনে নির্বাচন করতে প্রন্তুত।