সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নারী মুক্তিযোদ্ধা রাজুবালা দে ইন্তেকাল করেছেন। সোমবার রাতে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চাঁদপুরের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি এক ছেলে ও চার মেয়ে এবং নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নারী মুক্তিযোদ্ধা রাজুবালাকে আজ মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) শেষে স্থানীয় মহাশ্মশানে তার দাহকার্য সম্পন্ন করা হয়। এসময় কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকহানাদারদের দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হবার পর স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর পর ২০১৫ সালে নারী মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে মুক্তিযোদ্ধা স্বীকৃতি পান।