বরিশালের আগৈলঝাড়ায় এক বখাটে কর্তৃক ধর্ষণ শিকার হয়েছে এক হিন্দু গৃহবধূ। এ ঘটনা আগৈলঝাড়া থানায় মৌখিকভাবে জানানো হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলা বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের চৈতন্য রায়ের স্ত্রী দুই সন্তানের জননী মঞ্জু রানী রায় শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। এসময় একই এলাকার ছালাম সরদারের বখাটে ছেলে শাহিন সরদার (বালু) হিন্দু ওই গৃহবধূকে জোরপূর্বক ধরে তার শ্লীলতাহানি ঘটায়।
গৃহবধূর সাথে বখাটের ধস্তাধস্তির একপর্যায়ে বখাটে শাহিনের গায়ের গেঞ্জি খুলে পরে যায়। গৃহবধূর ডাকচিৎকারের স্বামীসহ বাড়ির লোকজন এগিয়ে এলে বখাটে শাহিন পালিয়ে যায়। এঘটনা থানাকে মৌখিকভাবে জানানো হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মোল্লা বরিশালের সভায় থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।