১৭ মাস আগে কোর্টে মামলায় জিতেও ফিরে পাচ্ছেনা সুভদিনী বালা পূর্ব-পুরুষদের জমি। সুভদিনী বালা স্বামীর নাম সুধীর বর্মন। তিনি লালমনিরহাট জেলার শাহীতার থানার বাসিন্দা।
৩১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে একই গ্রামের মাজেদুল হক বকসী। বেশ কয়েক বছর আগে সুভদিনী বালার জমি দখল করে মাজেদুল। সুভদিনী বালা জমি ফিরে পাওয়ার জন্য লালমনিরহাট জেলা আদালতে মামলা করে সেই মামলার রায় ১৭ মাস আগে পেলেও এখন পর্যন্ত মাজেদুল দখল করে রেখেছে। উল্টো সুভদিনী বালাকে দেশ ত্যাগের হুমকি দিয়ে যাচ্ছে।
মাজেদুল জমি দখল করে সেখানে বকসী হাউজিং নামে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে।
স্থানীয় নেতা বাবুল হোসেন বলেন, মাজেদুল একজন ভূমি দস্যুা। আমি কয়েক বার চেষ্টা করছি সুভদিনী বালাকে তার জমি ফিরত দিতে। কিন্তু মাজেদুল বারবার তা অস্বীকার করাছে সুভদিনী বালার জমি ফিরত দিতে।
সুভদিনী বালা বলেন, আমি আমার জমি ফিরত পাওয়ার জন্য সবার দ্বারে দ্বারে ফিরে এখন নি:শ্ব।