। মঙ্গলবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের শিতলাখোলা এলাকায় নিজ বাসভবনের তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মিন্টু বসু একুশে টেলিভিশনে বরিশাল জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তার স্বজনেরা জানিয়েছে- দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার বিকেলের পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতে পরোলোকগমন করেন। মৃত্যুর খবর পেয়ে তার মেয়ে কলকাতা থেকে রওনা হয়েছেন। তিনি আসার পরে বুধবার অন্ত্যোষ্টেক্রিয়া করার সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।’’ মিন্টু বসু খেয়ালী গ্রুপ থিয়েটারসহ একাধিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।