চাঁদার দাবিতে নড়াইলের লোহাগড়া উপজেলার মাঝিপাড়ায় মনি কুমার বিশ্বাস নামে এক স্কুল শিক্ষককে গাছে বেঁধে মারধরের অভিযোগে ইউপি মেম্বরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় রবিউল মোল্লা (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার লাহুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার লাহুড়িয়া ইউপি মেম্বরসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
মামলার বিবরণে জানা যায়, লোহাগড়ার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনি কুমার বিশ্বাসের কাছে বেশ কিছুদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন লাহুড়িয়া ইউপি মেম্বর আকবর হোসেনসহ তার লোকজন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২ অক্টোবর রাতে ইউপি মেম্বরের লোকজন মনি কুমারকে বাড়ির পাশে গাছে বেঁধে লাঠি দিয়ে মারধর করে। ওই সময় মনি কুমারের পরিবারের সদস্যরা ইউপি মেম্বরের লোকজনদের ৫০ হাজার টাকা দেন। পরবর্তীতে আরো সাড়ে চার লাখ টাকা আদায়ের জন্য ব্যাংক চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেয় মেম্বরের লোকজন।
এ ব্যাপারে আকবর হোসেনসহ অভিযুক্তরা বলেন, ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তাকে মারধর করা হয়নি।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন, মনি কুমারের স্ত্রী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।