সৌদি আরবের জেদ্দায় একটি রাজকীয় প্রাসাদ আল সালামে সন্ত্রাসী হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনা এক আক্রমণকারীসহ দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা’র খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে দেশটির নাগরিকদের ওই এলাকায় ভ্রমণ করতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আন্দালুস সড়কের পাশেই অবস্থিত রাজকীয় প্রাসাদ আল সালাম। এর সামনে রয়েছে পানির ফোয়ারা।
তবে এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত দেশটির কোনো কর্মকর্তা মুখ খোলেনি।
সৌদি আরব আল কায়েদা, আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তু হয়েছে বেশ কয়েকবারই। পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত এলাকায় এসব হামলা চালানো হয়েছে।