জামালপুরের সরিষাবাড়ীতে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে যুবলীগ নেতার পছন্দের প্রার্থীর চাকরি না হওয়ায় প্রধান শিক্ষকের নিকট চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সেই সাথে বিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন বাজারে হিন্দুদের দোকান পাট ভাংচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে চাপারকোনা বিদ্যালয় সংলগ্ন বাজারে। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্র জানায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ঐতিহ্যবাহী চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের শূণ্যপদে ৬ অক্টোবর নিয়োগ পরীক্ষা হয়। এতে ১৫ জন পরীক্ষা দেন। তন্মধ্যে খলিলুর রহমান নামের এক প্রার্থী সকল পরীক্ষায় প্রথম হন। নিয়োগ কমিটি তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ খবর জানাজানি হলে পরীক্ষায় ৬ষ্ঠ স্থান অধিকারী গাজিউর রহমান বিল্লুর সমর্থক ইউনিয়ন যুবলীগের কয়েক জন নেতাকর্মী ক্ষুব্দ হয় এবং রাতে চাপারকোনা বাজারে দোকানপাট ভাংচুর করে এবং প্রধান শিক্ষককে দেখে নেওয়ার হুমকি-ধামকি দেয়। সংবাদ পেয়ে এসআই মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শূণ্যপদে (ইংরেজি বিষয়) সুষ্ঠুভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে আমার কোন হাত নেই। যারা এ ধরণের হুমকি দিচ্ছে বা পানা-দানার কথা বলছে তারা একজন প্রার্থীর পক্ষ নিয়ে এ ধরনের আচরন করছে।