চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যার ১ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। হত্যার ঘটনায় সুদীপ্তর বাবা বাবুল বিশ্বাস অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করলেও পুলিশ বলছে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন বলেন, “আমরা বিভিন্ন বিষয় মাথায় নিয়ে কাজ করছি। তবে এখন পর্যন্ত বলার মতো কোনো অগ্রগতি হয়নি।”
শুক্রবার নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় ছাত্রলীগের নগর কমিটির সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে, যিনি নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিলেন।
এদিকে সুদীপ্ত হত্যার প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের মহানগর কমিটি।
নগরীর দারুল ফজল মার্কেট থেকে শুরু হয়ে মিছিলটি লালদিঘীর পাড় জেলা পরিষদ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সহ-সভাপতি একরামুল হক রাসেল, সাইফউদ্দিন সাইফসহ নগর কমিটির নেতারা।