শ্যামনগরে_হিন্দুদের_জোরপূর্বক মন্দিরের জায়গা দখল!বাংলাদেশে হিন্দুদের সবকিছুই দখল করার মত সহজ কাজ আর নেই!
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ জেলেখালি কালিকা দুর্গামন্দিরের জায়গা অবৈধভাবে দখলের প্রতিবাদে স্থানীয় হিন্দু সম্প্রদায় মানববন্ধন করেছেন।
রোববার দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্তরে দুর্গা মন্দির কমিটির সভাপতি বিষ্ণুপদ ঘোরামির নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি হতে দুর্গামন্দিরের জায়গা অবৈধভাবে দখলকারি আহম্মদ আলী কাগুচী, আব্দুল মজিদ গাজী, জিনদাগীর কাগুচী ও রেজাউল কাগুচীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।
এসময়ে গোপালপুর পূজা কমিটির সাধারন সম্পাদক পিজুস কান্তি মন্ডল, হিন্দু মহাজোটের সভাপতি রবীন্দ্রনাথ মন্ডলসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।গৌতম হালদার প্রান্ত