মাদক ব্যবসার প্রতিবাদ করায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীরা মৎস্য ব্যবসায়ী অচিন্ত মন্ডলকে হত্যার হুমকি এবং পত্রিকায় মিথ্যে সংবাদ প্রকাশ করিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কুলতলী গ্রামের মৃত নিরাপদ মন্ডলের ছেলে মৎস্য ব্যবসায়ী অচিন্ত মন্ডল।
লিখিত বক্তব্যে অচিন্ত মন্ডল বলেন, তিনি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি শ্যামনগর উপজেলার ১৫৩নং কুলতলী সরকারি প্রাইমারী স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে গত ১ অক্টোবর আমিসহ এলাকার কয়েকজন সন্মানীয় ব্যক্তির নামে কয়কটি আঞ্চলিক পত্রিকায় একটি মিথ্যে ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কার্যকলাপের সাথে জড়িত রয়েছে সন্ত্রাসীরা। তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তার কারনে এলাকার উঠতি বয়সের যুবকরা ক্রমেই মাদকাসক্ত হয়ে পড়ছে।
সে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে মালামাল কিনে টাকা দেয়া না। টাকা চাইতে গেলে ব্যবসায়ীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদর্শন করে। সে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে। চাঁদার টাকা না দিলে মাদক দিয়ে তাকে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়।
তিনি আরো বলেন, মাধকসেবীদের এই অবৈধ মাদক ব্যবসার প্রতিবাদ করায় সে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ কারণে সে হয়রানি করার জন্য তার নামে পত্রিকায় এরূপ মিথ্যে ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি প্রকাশিত এই মিথ্যে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একই সাথে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার মিথ্যে হয়রানি ও ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে।g.h.p